Saturday, May 07, 2022

What Next? Carrier Options after 10th Class in India

ভারতবর্ষে স্কুলস্তরে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে উচ্চতর শিক্ষা তথা কেরিয়ারে প্রতিষ্ঠা পাবার ক্ষেত্রে কোন দিকে যাওয়া উচিত বা কি নিয়ে পড়াশোনা করা উচিত সে বিষয়ে সঠিক তথ্য ও দিশা দেখানোর অভাব রয়েছে। 

বিশেষত, ভারতবর্ষের যে পড়াশোনা ব্যবস্থা সেখানে মাধ্যমিক স্তর (10th class) হল একটি গুরুত্বপূর্ণ স্তর যে স্তরের পরে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে ছাত্রছাত্রীকে ভবিষ্যতে কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অনেক ভুগতে হয়। কারণ, মাধ্যমিক পাশ করার পরে হাজারো দরজা খুলে যায় উচ্চতর পড়াশোনা ও ভবিষ্যতে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাই নিজের পছন্দ ও দক্ষতা অনুযায়ী সঠিক কোর্স নির্বাচন অত্যন্ত জরুরী! 

অধিকাংশ বাঙালি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অভিভাবক অভিভাবিকা দের কাছে এ বিষয়ে সঠিক তথ্যের অভাব রয়েছে এবং প্রথাগত চিন্তাভাবনা দিয়েই তারা তাদের ছেলেমেয়েদেরকে মাধ্যমিক স্তরের পরে উচ্চতর শিক্ষায় নিযুক্ত করে এবং প্রথাগতভাবেই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে (বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ বা বাণিজ্য বিভাগে) প্রথমে উচ্চমাধ্যমিক তারপরে কলেজ স্তরে ভর্তি হয়, এবং যথারীতি কলেজ পাশ করার পরে শুরু হয় লড়াই সরকারি চাকরি পাওয়ার। 

ভারতবর্ষে সরকারি চাকরির সুযোগ এত দ্রুত সংকুচিত হচ্ছে যে লটারি পাওয়াও এর থেকে সহজ হয়ে গেছে। তাই মাধ্যমিক পাশ করার পর এই যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে ছেলেমেয়েদেরকে সঠিক পথে চালিত করা যায় সেক্ষেত্রে ভবিষ্যৎ জীবনে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়।

এই প্রবন্ধে মাধ্যমিক স্তরের পরে ভারতবর্ষে কত রকমের সুযোগ রয়েছে সেই সম্পর্কে একটি চার্ট এর মাধ্যমে বোঝানো হয়েছে। অভিভাবক অভিভাবিকা রা উপকৃত হলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে।

In India the major problems of the students studying in school level is lack of guidance and knowledge about the scope after 10th Class

10th class is the major turning point for choosing carrier in future. Because after this level hundreds of courses are available in several streams. In the following chart you will find all the streams and courses for choosing right carrier option.

 

No comments:

Post a Comment