Saturday, May 14, 2022

Dichotomy physical geography and human geography (প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোলের চিরকালীন দ্বন্দ্ব)

প্রতিটি শাস্ত্রের ই কোন না কোন অন্তরঙ্গ কেন্দ্রীয় বিষয় থাকে যাকে ঘিরে তার বিষয়বস্তু গড়ে ওঠে। যেমন একজন উদ্ভিদবিজ্ঞানী বলতে পারেন যে উদ্ভিদ হল উদ্ভিদবিদ্যার কেন্দ্রীয় বিষয়বস্তু যাকে ঘিরে উদ্ভিদবিদ্যার আলোচনা আবর্তিত হয়। পদ্ধতিগত দিক থেকেও ঐ সমস্ত প্রাকৃতিক বিজ্ঞান বা সমাজবিজ্ঞানের কোন অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই। 

কিন্তু একজন ভৌগলিক এর পক্ষে এক কথায় ভূগোলের কেন্দ্রীয় অংশকে চিহ্নিত করা মুশকিল। একাধিক আপাত বিপরীত বিষয় যেমন ভূগোলে আলোচিত হয় তেমনি পদ্ধতিগত দিক থেকেও একাধিক পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি বর্তমান। এখান থেকেই ভূগোলে দ্বৈতবাদ বা দ্বিবিভাজন এর সৃষ্টি হয়েছে। 

নিচের পাঠ্যটি তে আপনারা ভূগোলের এরকমই দুটি বিষয়গত দ্বৈতবাদ প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল সম্পর্কে জানতে পারবেন। 

No comments:

Post a Comment