Wednesday, May 04, 2022

আত্মনির্ভর ভারত: তখন ও এখন (নেহেরু- মোদী)

আত্মনির্ভর ভারতের কথা বলা, আত্মনির্ভর ভারত তৈরি করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। দেশের শিল্প সম্ভাবনা তৈরি না করে এবং দেশীয় বিনিয়োগকারীদেরকে বিশ্বজয়ী পণ্য উৎপাদনে উৎসাহিত না করে বরং তাদেরকে শুধু ব্যবসা করতে দেওয়া এবং তার সঙ্গে সরকারি বিনিয়োগ কমিয়ে দেওয়া মোটেও আত্মনির্ভরতার পথ প্রস্তুত করে না। 
আজকের আনন্দবাজারের সম্পাদকীয় পেজের প্রবন্ধের মাননীয় অর্থনীতিবীদ সুগত মার্জিৎ যথার্থই বিশ্লেষণ করেছেন!

No comments:

Post a Comment