Saturday, May 14, 2022

Relationship between geography and other disciplines

ভূগোল একটি বৈজ্ঞানিক শাস্ত্র হিসেবে মানুষের বসবাসের স্থান হিসেবে পৃথিবীর আলোচনা করে। এই আলোচনায় এসে পড়ে ভূপ্রকৃতি, ভূতাত্ত্বিক গঠন, আবহাওয়া ও জলবায়ু, মাটি ইত্যাদির মতো প্রাকৃতিক উপাদান এবং মানুষের জনসংখ্যা, বসতি, অর্থনৈতিক কাজকর্ম, সমাজ ও সংস্কৃতি ইত্যাদি মানবীয় উপাদান। এই সমস্ত প্রাকৃতিক এবং মানবীয় বিষয়গুলোকে প্রণালীবদ্ধ ভাবে আলোচনা করার জন্য রয়েছে একাধিক পৃথিবীর সম্বন্ধীয় বিজ্ঞান (ভূতত্ত্ব মহাকাশ বিজ্ঞান জলবায়ু বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান) ও সমাজবিজ্ঞান (জনসংখ্যা বিজ্ঞান, সমাজবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, অর্থনীতি ইত্যাদি)। স্বভাবতই ভূগোলের আলোচনাতে তথ্য ও পদ্ধতিগত দিক থেকে সাদৃশ্য চলে আসে উপরিউক্ত প্রকৃতি বিজ্ঞান ও সমাজবিজ্ঞান শাখা গুলির। 

আলোচ্য পাঠ্যতে আপনারা ভূগোলের সঙ্গে অন্যান্য প্রকৃতি বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক বুঝতেও জানতে পারবেন। 


No comments:

Post a Comment